এস্তেঞ্জা লজ্জাস্থানের রোগব্যাধির কারণ (সুন্নাহ বনাম আধুনিকতা)
এস্তেঞ্জা, লজ্জাস্থানের রোগব্যাধির কারণ (সুন্নাহ বনাম আধুনিকতা):
কোলন_ক্যান্সার
বলিউডের ইরফান খানের পরে; হলিউডের চ্যাডউইক বোসম্যান মারা গেলেন কোলন ক্যান্সারে। কোলন ক্যান্সারের অন্যতম কারণ দ্রুত মলত্যাগ করা ও মলত্যাগ করতে বসার পদ্ধতি। প্রচলিত লো-কমোড ওয়াশরুমের চেয়ে হাই-কমোড/সিটিং কমোডে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। সিটিং কমোডে পায়ুনালী সোজা না হয়ে, বাঁকানো থাকে৷ ফলে পরিপূর্ণভাবে মলত্যাগ হয় না। যা ক্ষতের সৃষ্টি করে, ইহা পর্যায়ক্রমে ক্যান্সারে পরিণত হতে পারে। বিলাসিতার জন্য সিটিং কমোড এখন বহুল ব্যবহৃত হয়, তবে পায়ুনালী সোজা রাখতে পায়ের তলায় প্লাস্টিকের টুল ব্যবহার করতে পারেন।
বিঃদ্রঃ এখানে কোনো হাসির কথা বলা হয়নি,এটা সকলেরই জানা প্রয়োজন।
Courtesy : School of Engineers
আল্লাহর রাসূল(স:) যখন সাহাবাদেরকে (রা:) এস্তেঞ্জার নিয়ম কানুন শিক্ষা দিতেন, তখন এটা নিয়ে কাফিররা ট্রল করতো। অথচ এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। উপরে আপনারা হাই কমোডের (আধুনিকতার) ফলাফল দেখলেন। এবার আসুন দেখি ইসলাম আমাদেরকে এ ব্যাপারে কি শিক্ষা দিয়েছে?
টয়লেট ব্যবহারে সঠিক নিয়ম:
১. টয়লেটে প্রবেশের পূর্বে এই দু'আ পড়া-
( দু'আ )
উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল খবছি ওয়াল খাবাইছ।
২. জুতা পরিধান করে মাথা ঢেকে বাম পা দিয়ে প্রবেশ করা।
৩.বাম দিকে ভর দিয়ে বসা।
৪.কথা-বার্তা, দু'আ-কালাম, জিকির-আযকার ইত্যাদি মুখে উচ্চারণ না করা।
৫. অপ্রয়োজনে লজ্জাস্থানে ডান হাতে স্পর্শ না করা।
৬. কিবলার দিকে মুখ ও পিঠ করে না বসা।
৭. পাথর, মাটির ঢিলা বা টয়লেট পেপার বেজোড় সংখ্যায় ব্যবহারের পর পানি ব্যবহার করা।
৮. দাঁড়িয়ে বা হেলান দিয়ে বা বিবস্ত্র হয়ে এস্তেঞ্জা করা মাকরূহ।
৯. কবরস্থান, গোসলখানা, রাস্তার পাশে, ছায়াদার ও ফলগাছের নিচে এস্তেঞ্জা করা মাকরূহ।
১০. ডান পা দিয়ে বের হয়ে এই দু'আ পড়া-
( দু'আ )
উচ্চারণ: আলহামদুলিল্লাহ হিল্লাজী আজহাবা আন্নিল আযা ও-আফানী।
বর্তমানের আধুনিকতায় গা ভাসিয়ে দেয়া মানুষগুলো এস্তেঞ্জার সুন্নাহ মানছেনা বলে, লজ্জাস্থানের বিভিন্ন রকমের রোগে ভুগছে। তাই এসব ব্যাপারে আমাদের সকলেরই যত্নশীল হওয়া উচিত।
N:B: মুত্তাকীদের উচিত, হাই কমোডকে উপেক্ষা করে লো কমোডের প্রতি বেশি গুরুত্ব দেয়া।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন