এস্তেঞ্জা লজ্জাস্থানের রোগব্যাধির কারণ (সুন্নাহ বনাম আধুনিকতা)

এস্তেঞ্জা, লজ্জাস্থানের রোগব্যাধির কারণ (সুন্নাহ বনাম আধুনিকতা): কোলন_ক্যান্সার বলিউডের ইরফান খানের পরে; হলিউডের চ্যাডউইক বোসম্যান মারা গেলেন কোলন ক্যান্সারে। কোলন ক্যান্সারের অন্যতম কারণ দ্রুত মলত্যাগ করা ও মলত্যাগ করতে বসার পদ্ধতি। প্রচলিত লো-কমোড ওয়াশরুমের চেয়ে হাই-কমোড/সিটিং কমোডে কোলন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। সিটিং কমোডে পায়ুনালী সোজা না হয়ে, বাঁকানো থাকে৷ ফলে পরিপূর্ণভাবে মলত্যাগ হয় না। যা ক্ষতের সৃষ্টি করে, ইহা পর্যায়ক্রমে ক্যান্সারে পরিণত হতে পারে। বিলাসিতার জন্য সিটিং কমোড এখন বহুল ব্যবহৃত হয়, তবে পায়ুনালী সোজা রাখতে পায়ের তলায় প্লাস্টিকের টুল ব্যবহার করতে পারেন। বিঃদ্রঃ এখানে কোনো হাসির কথা বলা হয়নি,এটা সকলেরই জানা প্রয়োজন। Courtesy : School of Engineers আল্লাহর রাসূল(স:) যখন সাহাবাদেরকে (রা:) এস্তেঞ্জার নিয়ম কানুন শিক্ষা দিতেন, তখন এটা নিয়ে কাফিররা ট্রল করতো। অথচ এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। উপরে আপনারা হাই কমোডের (আধুনিকতার) ফলাফল দেখলেন। এবার আসুন দেখি ইসলাম আমাদেরকে এ ব্যাপারে কি শিক্ষা দিয়েছে? টয়লেট ব্যবহারে সঠিক নিয়ম: ১. টয়লেটে প্রবেশের পূর্বে এই দু'আ পড়া- ( দু...